যদি আপনি বিদায় জানানোর মতো সাহস রাখেন তাহলে জীবন আপনাকে এক নতুন হ্যালো দ্বারা অ্যাপায়ন করবে।
— পাওলো কোয়েলহো
সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি এর ২০১৯-২০ সেশনের সিভিল ও আর্কিটেকচার ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী কর্তৃক বিদায় অনুষ্ঠান মিরপুর ১২ এর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SIMT এর সম্মানিত কোর্স কো অর্ডিনেটর প্রকৌশলী মো: নিজামুদ্দৌলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ও আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান শামীম আল মামুন৷ এছাড়া SIMT এর সকল ডিপার্ট্মেন্টের বিভাগীয় প্রধান,পরীক্ষা নিয়ন্ত্রক, এডমিন, একাউন্টস, প্রাক্তন শিক্ষকগন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সময় চলে যাচ্ছে সময়ের মত শুধু মনে রয়ে গেছে অতীতের স্মৃতি কথাগুলো। আমরা অতীতকে বিদায় দিয়ে বর্তমানে রয়েছি। বিদায় মানে সবকিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করা নয় বিদায় মানে অতীতকে মনে রেখে সামনে এগিয়ে যাওয়া। সকলের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা ।